মন্ত্রণালয়ের সতর্কবার্তা
হাজিদের অর্থ ফেরত পেতে ব্যাংক হিসাবের তথ্য লাগবে না

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের অব্যয়িত অর্থ ফেরত পেতে ব্যাংক হিসাবের কোনো তথ্য কাউকে দিতে হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১৬ জুলাই) মন্ত্রণালয় এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে।
সতর্কবার্তায় বলা হয়, ২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ EFT/BEFTN এর মাধ্যমে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হচ্ছে। এ টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য কাউকে দেবেন না।
গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে (হাজি) উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।
উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হাজিদের সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।
আরএমএম/ইএ/জেআইএম