ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তোলা গ্রাহকদের টার্গেট করতেন তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৭ জুলাই ২০২৫

রাজধানীর মতিঝিল এলাকায় র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে গোয়েন্দা-ওয়ারী বিভাবের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি র‌্যাব লেখা কটি, একটি ওয়াকি-টকি ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খান ওরফে মতিন চোরা (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)।

ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কয়েকজন দুষ্কৃতকারী মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

ব্যাংক থেকে বড় অংকের টাকা তোলা গ্রাহকদের টার্গেট করতেন তারা

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় চার-পাঁচজন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করা গ্রাহকদের টার্গেট করতেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উত্তোলন করা টাকা ডাকাতি করতেন।

গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ডিসি এন এম নাসিরুদ্দিন।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।