রাজধানীর বস্তি এলাকায় আনসার বাহিনীর টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ এএম, ২১ জুলাই ২০২৫

নগরীর নিম্ন আয়ের বসতি এলাকায় কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে টিডিপি (নগর প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

রোববার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে দশ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমটি ঢাকা মহানগরের আওতাধীন চারটি জোনের পাঁচটি কেন্দ্র—ধলপুর (যাত্রাবাড়ী), আদাবর, চন্দ্রিমা (মোহাম্মদপুর), কড়াইল (গুলশান) ও পোড়া বস্তি (মিরপুর-১১)—একযোগে পরিচালিত হচ্ছে।

প্রতিটি কেন্দ্রে ৬৪ জন করে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

আনসার ও ভিডিপি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রান্তিক যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি, এটি কিশোর অপরাধ ও মাদকাসক্তি রোধেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাহিনীটি।

এই কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কেআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।