সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৩ জুলাই ২০২৫
আলহাজ শাহ সুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফের অন্যতম আধ্যাত্মিক পুরুষ আলহাজ শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (কঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

আজ বাদ এশা ফটিকছড়ির মাইজভান্ডার শরিফ শাহী ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দ দিদারুল হকের ইন্তেকালে মাইজভান্ডারী তরিকত ও আধ্যাত্মিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, সমাজসেবক এবং আধ্যাত্মিক শিক্ষায় নিবেদিত প্রাণ।

দিদারুল হক পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ। তাদের তিন ভাই এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। তিনি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই। বর্তমানে সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী ও সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী জীবিত আছেন।

ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী গাউছুল আজম মাইজভান্ডারীর (ক.) অনুসারী এবং মাইজভান্ডার দরবার শরিফের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, উনাকে ‘সাজ্জাদানশীন-গাউছিয়া আহমদিয়া মঞ্জিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা মাইজভান্ডার দরবার শরিফের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি তরিকতের আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মাইজভান্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচার করেন।

রফিক হায়দার/এমএমএআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।