বার্ন ইনস্টিটিউটে সংবাদকর্মীদের জন্য বিশ্রাম ও পানিপানের ব্যবস্থা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৩ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও ভর্তি রয়েছেন অনেকে।

এখানে ভর্তি আহত ও দগ্ধদের বিষয়ে তথ্য জানতে গিয়ে হাসপাতালটিতে গণমাধ্যমকর্মীদের ভিড় লেগেই থাকে। তাদের কথা চিন্তা করে এখানে বিশ্রাম ও পানিপানের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য আমাদের জরুরি বিভাগের সামনে বসার ব্যবস্থা করে দিয়েছি। ওখানে চেয়ার-টেবিল রয়েছে। গণমাধ্যমকর্মীরা সেখানে বিশ্রাম নিতে পারবেন ও পানিপানের সুব্যবস্থা রয়েছে।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।