হাটহাজারীতে ভাড়া বাসায় মিললো যুবকের ঝুলন্ত মরদেহ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে ওসমান গনি (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ।
উপজেলার বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেটের পশ্চিম পাশে মো. রফিকের ভাড়া বাসা থেকে বুধবার (২৩ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি ফতেপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলম ফকির বাড়ির মো. সোলায়মানের মেজো ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ধরে পরিবার থেকে আলাদা হয়ে বাসা ভাড়া নিয়ে একা থাকতেন।
পুলিশ জানায়, মরদেহটি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
পরিবার জানায়, প্রায় তিন বছর আগে ওসমান গনি বিদেশ থেকে দেশে ফেরেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার সম্পর্ক খারাপ। অভিমান করে তিনি আলাদা থাকতেন, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তারা।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, প্রেমঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমকেআর/এএসএম