সেশেলসের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার বাংলাদেশের
আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত ভারত মহাসাগরের দ্বীপ দেশ সেশেলসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২২ জুলাই) সেশেলসের রাষ্ট্রপতি ওয়েভেল রামকালাওয়ানের কাছে বাংলাদেশের নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার ড. জকি আহাদ আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করার সময় এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বাংলাদেশের মরিশাস হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেশেলসের রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন দূতকে অভিনন্দন জানিয়ে বলেন, সেশেলস সবসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিয়ে এসেছে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
তিনি ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া সেশেলসে কৃষি, নির্মাণ ও পর্যটনসহ বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন।
হাইকমিশনার ড. জকি আহাদ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সরকারের পক্ষ থেকে সেশেলসের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং সেশেলস সরকারের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সেশেলসের সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ করতে তিনি তার মেয়াদকালে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন। তিনি বাংলাদেশের পোশাক, ওষুধ, পাট, চামড়া শিল্পের সাফল্য এবং সুনীল অর্থনীতি খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এ খাতে সেশেলসের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
হাইকমিশনার রাষ্ট্রপতিকে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং সুবিধাজনক সময়ে ঢাকায় সফরের আমন্ত্রণ জানান।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন নতুন সহযোগিতার সুযোগ খুঁজে বের করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।
পরিচয়পত্র পেশের সময় সেশেলসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
ড. জকি আহাদ একজন পেশাদার কূটনীতিক, যিনি ১৯৯৮ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদানের পর বেইজিং, দ্য হেগ, ম্যানচেস্টার, কলকাতা ও কুনমিং-এ বিভিন্ন দায়িত্বে সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি গত বছর পোর্ট লুইসে বাংলাদেশের হাইকমিশনে যোগ দেন এবং এবার সেশেলসে অনাবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।
জেপিআই/এমকেআর/এএসএম