পরিবারের কাছে মাহতাবের মরদেহ হস্তান্তর
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাহতাব ভূঁইয়ার (১৪) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মরদেহ মাহতাবের বাবার কাছে হস্তান্তর করা হয়।
এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে করে কুমিল্লার দেবিদ্বারে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
মাহতাব ভূঁইয়া ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে মৃত্যু হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আইসিইউর ১১ নম্বর বেডে দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
এমডিএইচআর/এমআইএইচএস/জিকেএস