জুলাই গণঅভ্যুত্থান

চোখ হারানো ১১ জন পেলেন ওমরাহ গমনের ২২ টিকিট-চেক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৬ জুলাই ২০২৫
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ অন্যরা

জুলাই গণঅভ্যুত্থানে দুই চোখ হারানো ১১ জনকে একজন করে অভিভাবকসহ বেসরকারি উদ্যোগে ওমরাহ করানো হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) হোটেল সোনারগাঁওয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে ২২ জনকে বিমান টিকিট ও অতিরিক্ত খরচের জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে তাদের হাতে বিমান টিকিট ও টাকার চেক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিমান টিকিট দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আর জনপ্রতি ৫০ হাজার করে টাকা দেয় স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী ও চক্ষু হাসপাতালে জুলাই আহতদের চিকিৎসা সমন্বয়ক ডা. যাকিয়া সুলতানা নীলা।

দুই চোখ হারানো জুলাই আহত ১১ জন হলেন- মোজাম্মেল হক, তৌহিদ উদ্দিন ভূঞা, মো. বেল্লাল হোসেন, রাকিবুল ইসলাম, দুর্জয় আহম্মেদ, ওমর ফারুক, সাব্বির আহমেদ, আমজাদ হোসেন, হিমেল, নিলু পারভীন ও মিজানুর রহমান বাদল। তারা সহযোগী ছাড়া চলাফেরা করতে পারেন না। সে কারণে তাদের সঙ্গে এটেন্ডেন্ট বা অভিভাবকসহ ২২ জনকে ওমরাহ পালনে পাঠানো হবে।

এসইউজে/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।