পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস শিক্ষার্থীর
রাজধানীর মধ্য বাড্ডার হাজীবাড়ি এলাকার একটি বাসায থেকে মো. শাফিন আহমেদ (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ বাসায় বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় শাফিন। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত শাফিন মধ্য বাড্ডার হাজীবাড়ি এলাকার মো. রেজওয়ানের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক ) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এএমএ/জেআইএম