গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৭ জুলাই ২০২৫

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে চারটি নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নিচের আদেশ জারি করা হলো-

১. গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ষষ্ঠ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।

২. জোন পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (জোনের আওতাধীন এলাকায়) বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।

৩. সার্কেল পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (সার্কেলের আওতাধীন এলাকায়) বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।

৪. বিভাগ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ১৭ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (বিভাগের আওতাধীন এলাকায়) বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।

আরএমএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।