ডেমরায় হেলে পড়েছে ৬ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৭ জুলাই ২০২৫
হেলে পড়া ভবন/ছবি-সংগৃহীত

রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনের একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা দুর্ঘটনা না ঘটলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট উপস্থিত থেকে ওই ভবনের বসবাসরত বাসিন্দাদের ভবন থেকে সরে যাওয়ার অনুরোধ জানান।

রোববার (২৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন।

রাশেদ বিন খালিদ বলেন, ডেমরা হাজিনগর এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবন হেলে পড়েছে। এ ঘটনায় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আমাদের পক্ষ থেকে ওই ভবনের বসবাসরতদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জানা গেছে, ছয়তলা ভবনটির পাশে অবস্থিত একটি সাততলা ভবনের দিকে হেলে পড়েছে এই ভবনটি।

কেআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।