পুলিশ স্টাফ কলেজের রেক্টর তারিককে ওএসডি
অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক
বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে ওএসডি করেছে সরকার।
রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ওএসডির করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে পদায়ন করেছিল সরকার।
পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহম্মদ তারিক ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি হন। পরের মাসের ২ ফেব্রুয়ারি তিনি রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পান।
টিটি/জেএইচ/এমএস