নির্বাচনে মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৮ জুলাই ২০২৫
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম/ছবি জাগো নিউজ

জাতীয় নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ হাজার সেনাসদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

নির্বাচনে সেনাবাহিনী কোন ভূমিকায় থাকবে? জানতে চাইলে শফিকুল আলম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ৬০ হাজার সদস্য মাঠে থাকবেন। এরই মধ্যেই ৫ আগস্টের পর থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আশা করছি, নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে। তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন।

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে, এসব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনের সময় যাতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কোনো ধরনের দুর্বলতা না থাকে সেজন্য বলা হয়েছে। এ ক্ষেত্রেও আমাদের যাতে কো-অর্ডিনেশন ভালো হয় সেটা বলা হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন অংশীজনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানাতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এমএইচএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।