স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকের গডফাদারদের ধরতে সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৮ জুলাই ২০২৫
সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মাদকের গডফাদাররা ধরা না পড়ার পেছনে কিছু সংস্থার দায় রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ক্ষেত্রে সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজকে মিটিংয়ে মাদক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মাদকটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেজন্য আমরা কক্সবাজারে একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিলাম। তাদের অর্জনটা কি সেটা দেখার জন্য। দেখা গেছে, ওখানে যাওয়ার পর কিছুটা সুফল আমরা পেয়েছি। মাদক জব্দের পরিমাণটা অনেক বেড়েছে।’

তিনি বলেন, ‘মাদক বহনকারীরা ধরা পড়ছে, কিন্তু গডফাদাররা ধরা পড়ছে না। গডফাদারদের ধরতে না পাড়ার পেছনে আমাদের কিছু সংস্থার দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না। অনেক আছে যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না।’

নির্বাচনকে সামনে রেখে পুলিশের যে প্রশিক্ষণ সেটি আগস্ট মাস থেকে শুরু হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পর্যন্ত এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে, এভাবে ট্রেনিং চলতে থাকবে।

নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হবে কি না- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসপি-ওসিদের পরিবর্তন তো কন্টিনিউস হচ্ছে। এটা হতে থাকবে।

নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন হবে কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে হবে কি না, সেটা আপনারা হলে দেখতে পারবেন।’

আরএমএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।