অবৈধ সম্পদ

হিসাববিদ মসিহ মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ৩১ জুলাই ২০২৫
ফাইল ছবি

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হিসাববিদ ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক মসিহ মালিক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ জুলাই) দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

দুদকের একজন উপপরিচালক বৃহস্পতিবার (৩১ জুলাই) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সনদপ্রাপ্ত এই হিসাববিদের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ১৭ লাখ ৫৩ হাজার ৮৪০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮২ লাখ ৯০ হাজার ৮৭৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।

২০১৬ সালে মসিহ মালিককে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১৫ সালে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল নির্বাচিত হন।

এসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।