ধানমন্ডিতে অটোরিকশা-মোটরসাইকেলের ওপর উপড়ে পড়লো গাছ, নারী আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ৩১ জুলাই ২০২৫

রাজধানীর ধানমন্ডি-৬ নম্বরের একটি সড়কের পার্শ্ববর্তী গাছ উপড়ে পড়েছে চলন্ত এক সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ওপরে। এ ঘটনায় ওই অটোরিকশার এক নারী যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন।

ধানমন্ডিতে অটোরিকশা-মোটরসাইকেলের ওপর উপড়ে পড়লো গাছ, নারী আহত

রাশেদ বিন খালিদ বলেন, ধানমন্ডি-৬ নম্বরে একটি গাছ সড়কের ওপরে পড়েছিল। এসময় একটা অটোরিকশা সেই গাছের নিচে আটকে পড়েছিল। অটোরিকশায় একজন নারী ছিলেন, তিনি কিছুটা আহত হয়েছেন। পরে ফায়ার স্টেশন খবর পেয়ে দ্রত সেই স্থানে পৌঁছে তাকে উদ্ধার করে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে পৌঁছে দেয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন একসঙ্গে সড়ক থেকে গাছ অপসারণ কাজ সম্পন্ন করে।

কেআর/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।