সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেস আরও কার্যকরের উদ্যোগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২৫

সিলেট বিভাগের জোনাল সেটেলমেন্ট প্রেসকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এর ফলে সিলেটের নাগরিকরা ভূমিসংক্রান্ত কাগজপত্র ও সেবা আগের চেয়ে দ্রুত সময়ে পেতে সক্ষম হবেন।

সিলেট বিভাগের ৩৬টি উপজেলায় ১৯৮৭-৮৮ অর্থবছরে ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়। সেই থেকে এ অঞ্চলে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মিনি প্রেস স্থাপন করা হয়।

রোববার (৩১ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, জনস্বার্থে প্রেসটি আরও আধুনিকায়ন ও কার্যকর করার নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো জনগণকে জটিলতা ছাড়াই ভূমিসেবা প্রদান করা এবং ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেটেলমেন্ট কার্যক্রমকে অধিক গতিশীল করা।

এমইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।