আমাদের ওপর প্রবাসীদের অনাস্থা ভাব: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জন করেছি। তবে কানাডা সফরে গিয়ে দেখলাম আমাদের প্রবাসীদের জানার অনেক গ্যাপ আছে, যা টের পাইনি। প্রবাসীদের দেখলাম আমাদের ওপর অনাস্থা ভাব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নানা কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছি। তারা (এনসিপি) চিঠি দিতে পারেন এতে সমস্যা নেই। তারা রাজনীতিবিদ হিসেবে বলতে পারেন।

আরও পড়ুন
শাপলা প্রতীক নিয়ে এখন আলোচনা কেন, প্রশ্ন সিইসির

এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনে (ইসি) প্রথম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক চেয়েছিলেন, তখন আলোচনা করেনি এখন শাপলা নিয়ে আলোচনা কেন?

এমওএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।