চট্টগ্রামে গোয়েন্দা অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
চট্টগ্রামের পটিয়ায় বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পটিয়া সদরের বিওসি রোডের নুরজাহান অ্যান্ড বিরিয়ানী হাউসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নগরের কোতোয়ালির এনায়েত বাজার এলাকার বাসিন্দা আবু সৈয়দের ছেলে সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার বাসিন্দা মৃত ওজিউল্লাহর ছেলে মো. সালাউদ্দীন (৩৬।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পটিয়া সদরের বিওসি রোডে হোটেল নুরজাহান অ্যান্ড বিরিয়ানী হাউসের সামনে পাকা রাস্তার ওপর পটিয়া থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলে আরোহী দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করলে তাদের হেফাজত থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলো বলে স্বীকারোক্তি দেয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জাগো নিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমআরএম