মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৩ এএম, ০২ নভেম্বর ২০২৫
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিপ্লব নামের আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ে ৪ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ওসমান (মাসুম) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রাসেল ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থা পাই। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। বিপ্লবকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই শহীদুল বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ও আহত বিপ্লবের কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল।

তিনি জানান, নিহত রাসেল পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ২০/এ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। পেপার বাবু ও মোবারক নামের দুজনকে আটক করেছি।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।