প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্বএশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ৪০ হাজার ২০৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ১১৬ জন ও নারী ৬ হাজার ৮৯ জন। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের তিন ধরনের ভোটারের জন্য গত মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য শুধু নিবন্ধিত ভোটাররাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময় নির্ধারণ করেছে ইসি। এর মধ্যে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

অ্যাপ চালুর পর বুধবার পর্যন্ত ৪০ হাজার ২০৫ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ১১৬ জন এবং নারী ৬ হাজার ৮৯ জন। এরমধ্যে দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৬৭০ জন, যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৯৫৬ জন, কানাডায় ৪ হাজার ৭৮৫ জন, অস্ট্রেলিয়ায় ৩ হাজার ৯৪৩ জন, জাপানে ৫ হাজারর ৯৭৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৯০৫ জন, চীনে ১ হাজার ৬০৭ জন, মিশরে ৭৪৯ জন রয়েছে।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের ভোটাররা নিবন্ধন শুরু করতে পারবেন। এছাড়া পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের নিবন্ধন প্রক্রিয়া ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

এমওএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।