উপ-প্রেস সচিব

বিগত সরকার সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতো

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

গত সরকারের আমলে সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া হতো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, বাংলাদেশ আদমশুমারি ২০২২-এর তথ্যানুসারে ঢাকা মহানগরীর জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার। অথচ জাতিসংঘ এখন বলছে, ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। তথ্যের এই বিশাল ফারাকই প্রমাণ করে, গত সরকারের আমলে কীভাবে সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া হতো।

এমইউ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।