দুপুর ২টায় বের হবেন খালেদা


প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর ২টার পর কার্যালয় থেকে সমাবেশের উদ্দেশ্যে বের হবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। তবে যেখানে তাকে বাধা দেয়া হবে সেখানে তিনি সমাবেশ করবেন বলেও জানিয়েছেন সোহেল।

সোমবার সকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের ভেতরে অবস্থানরত সাংবাদিকদের তিনি একথা জানান।

এদিকে শনিবার রাতের মতো আজও খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে। তবে আগের চেয়ে ট্রাকের সংখ্যা বাড়ানো হয়েছে। সবশেষ কার্যালয়ের সামনের সড়কে ঢাকার বিভিন্ন স্থান থেকে ইট ও বালুর ১১টি ট্রাক আড়াআড়ি করে রাখা হয়েছে। আর সাধারণ মানুষের চলাচল বন্ধ রয়েছে রোববার থেকে।

প্রসঙ্গত, শনিবার রাত ১০টার পর থেকে কার্যালয়ের মধ্যে কার্যত অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরমধ্যে কোনো নেতাকর্মী তার সঙ্গে সাক্ষাত করতে না পারলেও রোববার দুপুরে বিএনপিপন্থি সাংবাদিক নেতা এবং আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। অন্যদিকে বিকল্প ধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী তার মহাসচিবকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে আসলেও পুুলিশি বাধায় তিনি ফিরে গেছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।