যুবলীগ চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ধানমণ্ডির বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার গভীর রাতে ধানমণ্ডির ৮/এ রোডের বাসার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।

তিনি জাগোনিউজকে জানান, যুবলীগ চেয়ারম্যান চিকিৎসার জন্য পরিবারসহ থাইল্যাণ্ডে অবস্থান করছেন।

এর আগেও বিএনপি-জামায়াতের হরতালে যুবলীগ চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা হয়েছে। ওইসময় দু’জনকে গ্রেফতারও করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।