যুবলীগ চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ধানমণ্ডির বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার গভীর রাতে ধানমণ্ডির ৮/এ রোডের বাসার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।
তিনি জাগোনিউজকে জানান, যুবলীগ চেয়ারম্যান চিকিৎসার জন্য পরিবারসহ থাইল্যাণ্ডে অবস্থান করছেন।
এর আগেও বিএনপি-জামায়াতের হরতালে যুবলীগ চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা হয়েছে। ওইসময় দু’জনকে গ্রেফতারও করে পুলিশ।