শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ, আটক ২


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

রাজধানীর শাহজাদপুরে ঝটিকা মিছিল থেকে বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অবরোধ সমর্থনকারীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

শুক্রবার দুপুরে এঘটনা ঘটে বলে জানিয়েছেন গুলশান থানা পুলিশের ওসি তদন্ত ফিরোজ কবির। তিনি বলেন, দুপুরে ১০/১৫ জনের একটি দল অবরোধ সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। এখবরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা। এসময় দুইজনকে আটক করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।