যতদিন উস্কানি ততদিন নিভৃত : খালেদাকে তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

বেগম খালেদা জিয়া যতদিন উস্কানি দিবেন, ততদিন তাকে নির্ভৃত করে রাখা হবে।

বেগম খালেদা জিয়া আলোচনা ও নির্বাচনের কথা মুখে বললেও কার্যতঃ উনি খুব তড়িঘড়ি করে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন যাতে তার কাছের বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ ও নিজামীদের ফাঁসি বন্ধ করা যায়।

শনিবার সন্ধ্যায় ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীন এর ১১২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী পল্লী মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি সরদার সরাফত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এসময় তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আরো বলেন, নাশকতা অর্ন্তঘাত করে নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকারের পতন ঘটানো যাবে না। তাই হটকারী পথ ছেড়ে ও অমানবিক আচরণ বন্ধ করে গণতন্ত্রের পথে এসে নিয়মতান্ত্রিক রাজনীতি করুন।

পক্ষকালব্যাপী এ মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মেলায় সার্কাস, পুতুলনাচ, নাগরদোলাসহ ২শ’র বেশি বিভিন্ন স্টল বসানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।