যতদিন উস্কানি ততদিন নিভৃত : খালেদাকে তথ্যমন্ত্রী
বেগম খালেদা জিয়া যতদিন উস্কানি দিবেন, ততদিন তাকে নির্ভৃত করে রাখা হবে।
বেগম খালেদা জিয়া আলোচনা ও নির্বাচনের কথা মুখে বললেও কার্যতঃ উনি খুব তড়িঘড়ি করে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন যাতে তার কাছের বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ ও নিজামীদের ফাঁসি বন্ধ করা যায়।
শনিবার সন্ধ্যায় ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীন এর ১১২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী পল্লী মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি সরদার সরাফত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এসময় তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আরো বলেন, নাশকতা অর্ন্তঘাত করে নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকারের পতন ঘটানো যাবে না। তাই হটকারী পথ ছেড়ে ও অমানবিক আচরণ বন্ধ করে গণতন্ত্রের পথে এসে নিয়মতান্ত্রিক রাজনীতি করুন।
পক্ষকালব্যাপী এ মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মেলায় সার্কাস, পুতুলনাচ, নাগরদোলাসহ ২শ’র বেশি বিভিন্ন স্টল বসানো হয়েছে।