অবরোধে বিপর্যস্থ ট্রেনের শিডিউল


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

অবরোধে সড়ক-মহাসড়কে পরিবহন সংকটের কারণে, দূরপাল্লার যাত্রীদের ভরসা ট্রেন। কিন্তু গত কয়েকদিন ধরে রেলে চলছে নাশকতা। রেল লাইনের প্যাডেল ক্লিপ ও ফিসপ্লেট খুলে ফেলায় দুর্ঘটনাও ঘটেছে। এসব কারণে ভেঙে পড়েছে ট্রেনের সময়সূচি।

রেলের পূর্বাঞ্চলে আন্তঃনগর ট্রেনের ৫৬ ভাগই যাত্রা বিলম্ব হচ্ছে। পশ্চিমাঞ্চালে যা ৫১ ভাগ। পূর্বাঞ্চলে ইতিমধ্যে কমলাপুর থেকে চট্টগ্রামগামী মহানগর গোধুলী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী নামে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া চলতি সুবর্ণ এক্সপ্রেস ৩ ঘন্টা, মহানগর প্রভাতি প্রায় ৫ ঘন্টা লেট।

অপরদিকে রেলের পশ্চিমাঞ্চলে  রংপুর এক্সপ্রেস ১৫ ঘন্টা ৫০ মিনিট লেট, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ১৪ ঘন্টা ১০ মিনিট লেট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রেল বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আজ শনিবার কমলাপুর স্টেশন (সকাল থেকে দুপুর পর্যন্ত) থেকে অধিকাংশ ট্রেন গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয় নির্ধারিত সময়ের অনেক পরে। একই অবস্থা চলছে ফিরে আসার ক্ষেত্রেও। সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটের স্থলে দুপুর ১২টা ২০ মিনিটে, মহানগর প্রভাতী সকাল ৭টা ৪০ মিনিটের স্থলে ১২টায়, অগ্নিবীণা ৯টা ৪০ মিনিটের স্থলে ১১টায় কমলাপুর ছেড়ে যায়। আবার পারাবত এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৩টা পর্যন্ত ছাড়তে পারেনি কমলাপুর।

অন্যদিকে, জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ১২টায় কমলাপুর পৌঁছার কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত পৌঁছেনি। এমন বাস্তবতায় রেলের কর্তৃপক্ষ জানান, সাপ্তাহিক ছুটি ছাড়া নিদিষ্ট ট্রেনের সময় সূচি ধরে রাখা কঠিন। তবে, ট্রেনের নাশকতা ও সময় সুচী ঠিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রেলকর্তৃপক্ষ।

রেলের নাশকতাকারীদের ধরিয়ে দেয়া এবং রেল লাইন উৎপাটন, ফিসপ্লেট খুলে ফেলা দৃষ্টিগোচর হলে রেল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এদিকে, অবরোধে নাশকতার আশঙ্কায় রেলে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৪ হাজার আনসার সদস্য মোতায়েন করেছে রেল কর্তৃপক্ষ।

পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, নাঙ্গলকোটে রেল লাইন কেটে ফেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতীর যাত্রা বাতিল করা হয়েছে সকাল সাড়ে ৯টায়। ট্রেনটি সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছাড়ার কথা ছিল।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে গেলেও রাত ও সকালে কোনো ট্রেন চট্টগ্রামে পৌঁছাতে পারেনি। এসব ঘটনায় রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে লাইনটি মেরামত করার পর সকাল ১০টায় চট্টগ্রাম ছাড়ে চট্টলা এক্সপ্রেস ট্রেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।