বিশ্ব ইজতেমায় যৌতুক বিহীন বিবাহ


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম সম্মিলন বিশ্ব ইজতেমায় অনুষ্ঠানস্থল মূল মঞ্চের পাশে কনের অভিভাবক ও বরের উপস্থিতিতে ১’শ ২০ জোড়া যৌতুকবিহীন বিবাহ পড়ানো হয়েছে। শনিবার কাকরাইল মসজিদের খতিব হাফেজ জুবায়ের এই বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিবাহ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী মঞ্চে সৌদি খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়। যৌতুকবিহীন এসব বিবাহ পড়ানোর সময় বর মঞ্চের পাশে সারিবদ্ধ হয়ে বসেন এবং ইজতেমার একজন মুরব্বীর তত্ত্বাবধানে কনেগণ তাদের অভিভাবক নিয়ে নির্দিষ্ট একটি স্থানে বিবাহের জন্য কবুলিয়াত করেন।

ইজতেমা শেষে বর ও কনের পিতা জামাতবন্দী হয়ে তিন চিল্লায় (১২০দিন) তাবলীগের দাওয়াতি কাজে মেহনত করার জন্য বের হয়ে পড়বেন বলে জানান ইজতেমা আয়োজক কমিটি।

এছাড়া এ সময়ের মধ্যে দাম্পত্য জীবন সম্পর্কে শরীয়তের বিধি-বিধান শিক্ষা লাভ করে যৌতুক বিহীন বিবাহ সম্পন্নকারী বর-কনেরা সংসার জীবন শুরু করবেন বলে ইজতেমার বিবাহ সংক্রান্ত দায়িত্বশীল মুরব্বীরা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।