মধ্য বাড্ডায় লেগুনায় আগুন


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় যাত্রীবাহী একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে কয়েকজন যুবক হঠাৎ করে যাত্রীবাহী দাঁড়ানো ওই লেগুনাটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, লেগুনায় আগুন দেওয়ার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।