মধ্য বাড্ডায় লেগুনায় আগুন
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় যাত্রীবাহী একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে কয়েকজন যুবক হঠাৎ করে যাত্রীবাহী দাঁড়ানো ওই লেগুনাটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, লেগুনায় আগুন দেওয়ার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।