এবার খালেদা জিয়ার উপদেষ্টার গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা


প্রকাশিত: ১১:০৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের কাছেই তার উপদেষ্টা সাবিহ উদ্দিন চৌধুরীর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপির ডাকা অবরোধের পঞ্চম দিনে শনিবার রাত ৯টার দিকে ঢাকা মেট্রো-খ ১১-৯৪৮৯ নম্বর গাড়িটিতে আগুন দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশান ৮৬ নম্বর সড়কে। আর গাড়িটিতে আগুন দেয়া হয় ৯০ নম্বর সড়কে। এই সড়কেই খালেদার আরেক উপদেষ্টা ওসমান ফারুকের বাড়ির সামনে গাড়িটি রেখে কার্যালয়ে গিয়েছিলেন সাবিহ উদ্দিন।

সাবিহ উদ্দিনের গাড়ির চালক ফারুক জানান, দুটি মোটরসাইকেলে চার যুবক এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।