ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত


প্রকাশিত: ০২:২০ এএম, ১১ জানুয়ারি ২০১৫

রাজধানীর ফকিরাপুলে পুলিশ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকলিমা ও মনিরা নামে দুই নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ পুলিশ সদস্য।  রোববার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে মোট ৩২ পুলিশ সদস্য ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর অপরজনের  মৃত্যু হয়। আহতদের ঢামেক ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ১৯ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।