ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
রাজধানীর ফকিরাপুলে পুলিশ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকলিমা ও মনিরা নামে দুই নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ পুলিশ সদস্য। রোববার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে মোট ৩২ পুলিশ সদস্য ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। আহতদের ঢামেক ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ১৯ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।