আইএসআইএস- এর সমন্বয়কসহ আটক ৪


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর বাংলাদেশের প্রধান সমন্বয়ককে তিন সহযোগীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জঙ্গি যোগাযোগে ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (গণমাধ্যম) মাসুদুর রহমান। তিনি জানান, গোপন নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আটককৃতদের নাম জানাতে পারেননি।

সোমবার সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।