খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নিহত


প্রকাশিত: ০২:১৭ এএম, ২০ জানুয়ারি ২০১৫

রাজধানীর খিলগাঁওয়ের জোড়া পুকুরপাড় এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ নুরুজ্জামান জনি নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে। জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। রাজধানীর মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনায় জনি জড়িত ছিলো বলে পুলিশ জানায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো.আলাউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।