ঢাকায় সার্ক পিএসসি প্রধানদের সম্মেলন শুরু বৃহস্পতিবার


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

রাজধানী ঢাকাতে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশসমূহের সিভিল সার্ভিস কমিশনের (পিএসসি) প্রধানদের চতুর্থ সম্মেলন বৃহস্পতিবার শুরু হবে। রাষ্ট্রপতি এম আবদুল হামিদ সম্মেলনের উদ্বোধন করবেন। মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে সরকারি চাকরিতে নিয়োগের জন্য দক্ষ লোক মনোনীত করার বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনে অংশ গ্রহণকারীগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। বাংলাদেশে এই প্রথম এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। -বাসস

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।