কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ
রাজধানীর কারওয়ান বাজারে বিহঙ্গ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিহঙ্গ পরিবহনের বাসটি কারওয়ান বাজারে ইত্তেফাক অফিসের সামনে এলে রাস্তার অন্যপাশ থেকে তিন-চারটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে তারহুড়া করে নামতে গিয়ে আহত হন যাত্রীরা।
বাসের যাত্রী আবীর হোসেন জানান, তিনি সিটে বসেছিলেন, নামতে গিয়ে পা মচকে গেছে তার। তবে কতজন আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য পাওয়া যায়নি।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় গুলিতে কেউ হতাহত হননি।
বিএ