পারাবত এক্সপ্রেসের উদ্বোধন শুক্রবার


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

পারাবাত এক্সপ্রেস শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে কমলাপুর থেকে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী। রেলমন্ত্রী মুজিবুল হক নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন।

১৬টি  ইন্দোনেশিয়ান লাল সবুজ এয়ারব্রেক কোচ অপেক্ষা করছে পারাবত এক্সপ্রেসে যোগ হওয়ার জন্য। চকচকে নতুন এ কোচগুলো দু’দিন আগে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানা থেকে কমলাপুরে নিয়ে আসা হয়।

ঢাকা-সিলেট রুটে চালু হওয়া পারাবত এক্সপ্রেসে দেওয়া হবে রেলের সর্বশেষ আধুনিক এই কোচগুলো।

জানা গেছে , শুক্রবার থেকে যে ১৬টি কোচ নিয়ে পারাবত ছুটে চলবে এই নতুন কোচের আসনগুলো উন্নতমানের। এতে ২টি এসি স্লিপার কোচে আসন রয়েছে ৬৬টি, এসি চেয়ার ২টি কোচে আসন ১১০টি, প্রথম শ্রেণির ১টি কোচে আসন ৩৩টি, শোভন চেয়ার ৮টি কোচে আসন সংখ্যা ৪৮০টি, ২টি ডায়নিং কারে আসন সংখ্যা ৩০টি। সব মিলিয়ে পারাবত এক্সপ্রেসের এখন আসন সংখ্যা হবে ৭১৯টি।

এএস/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।