নিউমার্কেটে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর নিউমার্কেটের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টার দিকে আজিমপুর থেকে গাজীপুর চলাচলকারী ভিআইপি ২৭ নম্বর একটি আসে এ আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন জানান, নিউমার্কেটের সামনে একটি বাসে আগুন দেয়ার খবর জেনে দু’টি ইউনিট সেখানে রওনা দেয়। যাওয়ার আগেই পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এএ