সংলাপের জন্য বান কি মুনকে চিঠি


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শত নাগরিক জাতীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ সরকার ও বিএনপির মধ্যে সংলাপের আয়োজন করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে চিঠি দিয়েছেন। শত নাগরিক জাতীয় কমিটির উদ্যোগে বুধবার বেলা আড়াইটায় ঢাকায় জাতিসংঘ অফিসে উপস্থিত হয়ে জাতিসংঘ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিনা রেডার কাছে এ চিঠি তুলে দেন তিনি।

শত নাগরিক জাতীয় কমিটির সদস্য সচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার এবং শত নাগরিক জাতীয় কমিটির সদস্য ও ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় ড. এমাজ উদ্দিন বলেন, ক্রিস্টিনা অত্যন্ত আন্তরিকভাবে চিঠিটি গ্রহণ করেছেন এবং জাতিসংঘ মহাসচিবের কাছে আজই পৌছে দেবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, দেশে যে সহিংস পরিস্থিতি চলছে তাতে দুই দলের সংলাপ ছাড়া সমাধানের কোন বিকল্প নেই। ইতোপূর্বে জাতিসংঘের কর্মকতা তারানাকো এসে দুই দলের মধ্যে সংলাপের আয়োজন করেছিলেন। জাতিসংঘের উদ্যোগে আবারো যেন সংলাপের আয়োজন করা হয় সেজন্য জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।