কারওয়ান বাজারের সুপার মার্কেটে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের পেছনে কাব্যকাস সুপার মার্কেটের ৯ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দমকলবাহিনীর কন্ট্রোল রুম থেকে দায়িত্ব পালনরত কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টার ভজন কুমার সরকার জানান, সন্ধ্যা ৬টা ১৮মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ৬ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।

তবে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই রিপোর্ট লিখার সময় পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর কাজে দমকলবাহিনী নিয়োজিত ছিল বলেও তিনি জানান।

দমকলবাহিনীর ৮টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও দমকলবাহিনী সূত্রে জানা গেছে।
উল্লেখ্য , শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর খামারবাড়ি এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।