প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আবুল কালাম আজাদ


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। রোববার আবদুস সোবহান শিকদার অবসরে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের পদটি খালি হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব সুরাইয়া বেগম। পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিসিএস প্রশাসনের অতিরিক্ত সচিব, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কানিজ ফাতেমাকে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কানিজ ফাতেমাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে।

আবুল কালাম আজাদ বিসিএস ’৮১ ব্যাচের কর্মকর্তা। জামালপুরের এ কর্মকর্তা আগামী বছরের ৬ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। সুরাইয়া বেগম এর আগে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। বিসিএস ’৮২ ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সালের ৩১ জানুয়ারি অবসরে যাবেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।