মন্দির-প্রতিমা ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৩ নভেম্বর ২০১৬

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সরকার ও প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে সাম্প্রতিকালে মন্দির-প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উন্মাদনামূলক মিথ্যা গুজব ছড়িয়ে সারাদেশের বিভিন্ন স্থানে মন্দির-প্রতিমা ভাঙচুর, জোরপূর্বক জমি দখল-বাড়িতে অগ্নি সংযোগ, লুটপাট, শ্লীলতাহানি ও হিন্দু নির্যাতনের ঘটনায় আমরা আজ শঙ্কিত।

তারা বলেন, সারা পৃথিবী আজ সভ্যতার আলোয় উদ্ভাসিত কিন্তু বাংলাদেশের মতো স্বাধীন উন্নয়শীল দেশে প্রায় প্রতিদিনই মধ্যযুগীয় কায়দায় হিন্দু নির্যাতনমূলক ন্যাক্যারজনক ঘটনা ঘটছে। যা বাংলাদেশ সরকার ও সকল শ্রেণির জনগোষ্ঠীর জন্য লজ্জাজনক। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ও মন্দিরে প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংগঠনের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহ সভাপতি এম কে রায়, মানিক চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল প্রমুখ।

এএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।