ডিবি কার্যালয়ে মান্না


প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

অডিও টেপ ফাঁসের পর সমালোচনার মুখে পড়া এবং সোমবার ভোররাত থেকে `নিখোঁজ` নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ২১ ঘণ্টা পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মান্নাকে প্রথমে গুলশান থানায় নেয়া হয়। এর পরপরই তাকে পাঠিয়ে দেয়া হয় ডিবি কার্যালয়ে।

তবে সন্ধ্যার দিকেই তাকে রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান এবং র‍্যাবের রিজনাল মিডিয়া উইং-এর পরিচালক মুফতি মাহমুদ খান।

এর আগ পর্যন্ত তাকে আটকের খবর অস্বীকার করে আসছিল পুলিশ।

এর আগে, বিকেলে গুলশান থানায় এসআই সোহেল রানা বাদী হয়ে মান্না এবং অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ১৩১ নম্বর ধারায় রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা দায়ের করেন। মামলায় বিদ্রোহের জন্য সশস্ত্র বাহিনীকে মান্নার উস্কানি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি রফিকুল ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মান্নাকে আদালতে সোপর্দ করা হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।