‘আম্মা’ হয়েই বেঁচে থাকবেন জয়ললিতা


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী সেলভি জে জয়ললিতা সাধারণ মানুষের কাছে ‘আম্মা’ হয়েই বেঁচে থাকবেন। মঙ্গলবার বিকেলে ভারতীয় হাইকমিশনের একটি শোক বইতে এ কথা লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জয়ললিতার মৃত্যুতে ঢাকায় ভারতীয় হাই কমিশন একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। এ উপলক্ষে ঢাকায় হাই কমিশনের কার্যালয়ে একটি শোক বই স্বাক্ষর করার জন্য খোলা হয়েছে।

আবুল হাসান মাহমুদ আলী শোক বইতে লিখেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সেলভি জে জয়ললিতার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এই শোকাবহ সময়ে তামিলনাড়ুর সাধারণ মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। জয়ললিতা জি সাধারণ মানুষের নেত্রী ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, তিনি নারী, দরিদ্র ও সমাজের প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে তামিলনাড়ুর রাজনীতিতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি সব সময় তামিলনাড়ুর সাধারণ মানুষের কাছে ‘আম্মা’ হয়েই বেঁচে থাকবেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।

এইউএ/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।