১ এপ্রিল কামারুজ্জামানের রিভিউ শুনানি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আগামী ১ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদসস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আজ আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মো. মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এআরএস/এমএস