রামপুরায় আয়কর কর্মকর্তা নিহতের ঘটনায় আটক ২


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৯ মার্চ ২০১৫

রাজধানীর রামপুরায় আবু তাহের (৭০) নামে আয়কর কর্মকর্তা নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপি ডিসি(মিডিয়া) মাসুদুর রহমান।

দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, পূর্ব রামপুরা টিভি গেইট এলাকার ৩৪৭ নম্বর রোডের তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করে আসছিলেন আয়কর কর্মকর্তা আবু তাহের।

গত ২ মার্চ ভোর সাড়ে তিনটার দিকে ডাকাত দল ওই বাড়িতে ঢুকে তার হাত পা বেঁধে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তার পরিবারের লোকজন বৃদ্ধ আবু তাহেরকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেইউ/এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।