রাজধানীতে জাল টাকাসহ আটক ৫
রাজধানীতে জাল টাকা তৈরি ও প্রক্রিয়াজাতকরণ সিন্ডিকেটের সাথে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাতে রমনা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল ৩৫ লাখ টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি সহকারি কমিশনার (এসি) মো. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/বিএ/এমএস