ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে ট্রাফিক ডাইভারশন
এবার বিভিন্ন দেশের ৮ হাজারেরও বেশি অতিথিসহ দেশীয় লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ বিশ্ব ইজতেমা প্রান্তরে সমবেত হয়েছেন। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ তীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় এ বৃহত্তম ধর্মীয় সমাবেশের প্রথম পর্বের আজ শেষ দিন। এ দিন আখেরি মোনাজাতে অংশ নিতে উপস্থিত হয় অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে ডাইভারশনের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় ডিএমপির ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ধর্মপ্রাণ নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
ডাইভারশন পয়েন্টসমূহ
• মহাখালী ক্রসিং
• হোটেল রেডিসন গ্যাপ
• প্রগতি সরণী
• কুড়িল ফ্লাইওভার লুপ-২
• ধউর ব্রিজ
বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশ মুখ
ডাইভারশন চলাকালীন
আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।
মহাখালী বাস টার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ডভ্যানসহ সব প্রকার যানবাহন মহাখালী ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।
কাকলী, মিরপুর হতে আগত যানবাহনসমূহ এয়ারপোর্টের দিকে না গিয়ে হোটেল রেডিসন গ্যাপ এবং কুড়িল বিশ্বরোডে ইউটার্ন করে বা ফ্লাইওভার হয়ে প্রগতি সরণি দিয়ে চলাচল করবে।
প্রগতি সরণি হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ বিশ্বরোড ক্রসিংয়ে ইউটার্ন করে বা ফ্লাইওভার দিয়ে কাকলী-মহাখালী রোড ও মিরপুর ফ্লাইওভার দিয়ে চলাচল করবে।
বিমানের অপারেশন্স ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব প্রকার যাবাহনের চালকদেরকে বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
বিদেশগামী বা বিদেশফেরৎ যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় ৪ (চার) টি বড় আকারের মাইক্রোবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে ভোর ৪টা হতে মোতায়েন থাকবে।
ট্রাফিক সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য নিম্নোক্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র এসি জিন্নাত আলী মোল্লা (০১৭১৩৩৯৮৪৯৮) ও উত্তরা ট্রাফিক জোনের টিআই মো. মাহফুজার রহমান (০১৭১১৩৬৬৫৬১)।
জেইউ/জেডএ/এমএস