আখেরি মোনাজাতে অংশ নিতে ছুটছে মানুষ


প্রকাশিত: ০২:৩০ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

‘লা ইলাহা ইল্লালাহু আল্লাহু আকবর’ জিজির করতে করতে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অংশ নিতে ছুটছে মানুষ। তিব্র শীত ও কুয়াশার চাদর ভেদ করে টঙ্গীর দিকে ছুটছে  ধর্মপ্রাণ মুসলিমরা। ফলে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতে অংশ নিতে বেলা বাড়ার আগেই ঢল নামবে মানুষের।

রোববার  ভোরের আলো না ফুটতেই ইজতেমা অভিমুখি মুছল্লিদের এ চিত্র দেখা যায়।

মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর বেড়িবাদ এলাকা দিয়ে টঙ্গী অভিমুখী প্রজাপতি বাসে দেখা যায়- বাদ ফজরে বাসভর্তি মানুষ বেশিরভাগই ইজতোমায় অংশ নিতে নওয়ানা হয়েছেন।

istema

এক যাত্রী বাসের ড্রাইভারকে উদ্দেশ্য করে বলছেন, মামা জলদি যাও। দাঁড়ায়া থাইক্কো না, পরে রাস্তায় জ্যাম হইবো। কেউ জিকির করছেন, ‘লা ইলাহা ইল্লালাহু আল্লাহু আকবর’ ধ্বনিতে। যত কষ্টই হোক, মোনাজাতে অংশ নিতেই হবে।

আরিফ নামে একজন বললেন, আমি প্রতিবছরই মোনাজাতে অংশ নেই। এবার মিস করতে চাই না। কাঁচামালের ব্যবসা করে সংসার চলে। আল্লাহর রহমত না করলে কী হতো। সবই আল্লাহর রহমত। এই শুকরিয়া আদায় তো করতেই হবে। তাই মোনাজাতে অংশ নিচ্ছি।

বাসের যাত্রীদের দেখলে যে কারও মনে হবে,  ধর্মপ্রাণ ব্যক্তি ছাড়া এই শীতে এমন কষ্ট করা সহজ নয়। একই চিত্র দেখা গেছে- বেড়াবাধের নবাবের বাগ ঘাটেও।

istema

পিকআপ ভ্যান, ছোট সিনিবাস ও ট্রাকে করে মানুষ ছুটছে। বাস ও ট্রাকের হেলপাররা যাত্রী তুলার জন্য ডাকা-ডাকি করছে।

প্রতিবছর  তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমাতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

জানা গেছে, আজ ১১টা থেকে সাড়ে ১১টার দিকে বিশ্ব ইজতেমার প্রথম দফার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষ মোনাজাতের মঞ্চ থেকেই শুরু হবে আখেরি মুনাজাত। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব। এরপর চারদিন বিরতি দিয়ে আগামী শুক্রবার শুরু হবে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এমএ/এমএইচএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।