ড. ইউনূসকে এনবিআর-এ তলব


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৩ মার্চ ২০১৫

বকেয়া কর সংক্রান্ত বিষয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৯ মার্চ সকাল ১১টায় এনবিআরের কর কমিশনারের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে অনুরোধ করা হয়েছে। এর আগে গতকাল রোববার এনবিআর-এর কর অঞ্চল-৬ (ঢাকা)-এর ১১৪ নং সার্কেল থেকে তাকে তলব করে চিঠি পাঠানো হয়।

ইউনূস সেন্টার সূত্রে জানা গেছে, ড. ইউনূস এখন দেশের বাইরে রয়েছেন। ২৯ মার্চ কর অফিসে হাজির হওয়ার আদেশ দিয়ে এ সংক্রান্ত একটি চিঠি ড. ইউনূসের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বেলা ১১টায় সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে সাক্ষাতের আদেশ দেয়া হয়। এদিকে এনবিআরের পক্ষ থেকে কর কমিশনারকে বলা হয়েছে এ বিষয়ে কোন প্রকার শৈথল্য প্রকাশ করা যাবে না।

কর অঞ্চল-৬ এর কমিশনার মেফতাহ উদ্দিন বলেন, বিশেষ কিছু নয়। উনি একজন সম্মানিত করদাতা। উনার কিছু কর বকেয়া রয়েছে। এ নিয়ে উনি আদালতেও গেছেন। আমরা চাচ্ছি আলোচনা করে সমাধান করতে। সে জন্যই উনাকে দাওয়াত করা হয়েছে। ড. ইউনূসের যে কর বকেয়া রয়েছে তা তার ব্যক্তিগত কর।

তবে কি পরিমাণ কর বাকি রয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাননি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।